টানা দুই ম্যাচ হারার পর গতকালই সিলেটের বিপক্ষে
বিপিএলে প্রথম জয়ের মুখ দেখে দুরন্ত রাজশাহী। গতকাল সিলেট রয়্যালসের
বিপক্ষে ১৬ রানের জয় তুলে নেয় উত্তরবঙ্গের দলটি।
ম্যাচ জয়ের আনন্দে ক্রিকেটারদের বোনাস দিয়েছেন রাজশাহী দলের
চেয়ারম্যান মুশফিকুর রহমান সোহান। পুরো ম্যাচে ব্যাটে-বলে সমানে পারফর্ম
করার জন্য স্যামুয়েলস, মোহাম্মদ সামি ও ফাওয়াদ আলমকে ৫০০ ডলার পুরস্কার
দিয়েছেন তিনি। গতকাল ব্যাট হাতে ৭২ আর বোলিংয়ে ৪ ওভারে ২২ রান দিয়ে
ইমরুল কায়েসকে আউট করেন স্যামুয়েলস। মোহাম্মদ সামিও ৪ ওভারে মাত্র ২৭ রান
দিয়ে ১ উইকেটের দখল নেন। আর ফাওয়াদ আলম ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে অলক কাপালির দুর্দান্ত একটি ক্যাচ ধরেন। এছাড়া দলের প্রথম জয় উপলক্ষে দলের
বাকী ক্রিকেটারদেরও পুরস্কৃত করার ঘোষনা দিয়েছেন সোহান।
No comments:
Post a Comment