অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ভারতের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ে ফিরল ভারত. অ্যাডিলেডে ত্রিদেশীয় সিরিজে টানটান উত্তেজনার ম্যাচে দু’ বল বাকি থাকতে চার উইকেটে অজি বাহিনীকে হারিয়ে দিল টিম ইন্ডিয়া.
সিরিজে ভারতের বিরুদ্ধে তাদের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে ২৬৯ রান করে মাইকেল ক্লার্কের দল. জবাবে ব্যাট করতে নেমে গৌতম গম্ভীর ও বীরেন্দ্র সহবাগ শুরুটা ভালো করলেও মাঝে কিছুটা নড়বড়ে দশা হয় ভারতের.
সহবাগ ব্যক্তিগত ২০ রানে আউট হন. এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে জয়ের নায়ক বিরাট কোহলিও ১৮ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন.কিন্তু ততক্ষণে গৌতম গম্ভীরের চওড়া ব্যাটে ভর তরতরিয়ে এগিয়ে চলে ভারতের ইনিংস.৩৩ রান করে ফিরে যান রোহিত শর্মাও.৩৫ তম ওভারে দলের ১৭৯ রানের মাথায় গম্ভীরের উইকেট হারায় ভারত.এরপর ইনিংসের হাল ধরেন সুরেশ রায়না (৩৮) ও রবীন্দর জাদেজা (১২). কিন্তু যখন মনে হতে শুরু হরেছে জয় ভারতের হাতের মুঠোয়, তখনই আউট হয়ে যান রায়না ও জাডেজা. প্রবল চাপের মুখে শেষ ওভারে ফিনিশিং টাচ দেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিংহ  ধোনি.শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১৩ রান.অসি পেসার ক্লিন্ট ম্যাকে শেষ ওভারে দেন ১৩ রান. ওভারের তৃতীয় বলে ছয় মারেন ধোনি.শেষপর্যন্ত ২ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নেয় ভারত. ধোনিবাহিনী ৪ উইকেটে হারায় ক্লার্কদের.
এর আগে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া আট উইকেটের বিনিময়ে ২৬৯ রান সংগ্রহ করে. এদিন খেলার শুরুতেই ৬ রানে রিকি পন্টিংকে প্যাভিলিয়ানে ফিরিয়ে দেন বিনয় কুমার. এরপরই আউট হন ক্লার্কও. এরপর ইনিংসের হাল ধরেন ডেভিড হাসি এবং ফরেস্ট. হাসি ৭২ ও ফরেস্ট ৭২ রান করেন. উমেশ যাদব ও বিনয় কুমার দু’টি করে এবং জাহির খান একটি উইকেট নেন.ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন গম্ভীর.

No comments:

Post a Comment